৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    পরমাণু স্থাপনা থেকে আইএইএ- এর নজরদারি ক্যামেরা সরিয়েছে ইরান

    ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার -আইএইএ থেকে  নজরদারি ক্যামেরা সরিয়ে ফেলছে নিজেদের পরমাণু স্থাপনা থেকে । এ তথ্য নিশ্চত করেছে দেশটির আণবিক শক্তি সংস্থা ।

    ইরানের আণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি পর্যবেক্ষণের জন্য খুলে ফেলা হচ্ছে নজরদারি ক্যামেরা। তেহরান জানিয়েছে আইএইএয়ের বোর্ড অব গভর্নর্সদের বৈঠকে আন্তর্জাতিক সংস্থাটির ইরানের প্রতি অযৌক্তিক আচরণের কারণে নেওয়া হচ্ছে এই পাল্টা ব্যবস্থা ।

    বিবৃতিতে আরো বলা হয়, আইএইএকে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ভাবে সহযোগিতা করা হয়েছে। সংস্থাটি সমর্থন না করে ইরানের এই সহযোগিতা ও সদিচ্ছাকে বরং বিবেচনা করছে দায়িত্ব বলে ।

    ইরানের আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যথাযথ নির্দেশ দেয়া হয়েছে।

    মাহফুজা ১৬

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর