১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ওমর সানী ও জায়েদ খানের দ্বন্দ্ব নিয়ে মন্তব্য না করে সবাইকে সংযত হওয়ার আহ্বান ইলিয়াস কাঞ্চন এর

    চলচ্চিত্রকর্মী ও শিল্পীদের সংযত হওয়ার আহ্বান জানালেন বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির সভাপতি ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ।  মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে ‘তালাশ’ সিনেমার মুক্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

    অনুষ্ঠান শেষে মৌসুমীকে নিয়ে ওমর সানী ও জায়েদ খানের চলমান দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হলেও  ইলিয়াস কাঞ্চন এ নিয়ে কোনো মন্তব্য করেননি।

    সব চলচ্চিত্রকর্মী ও শিল্পীর কাছে আমার অনুরোধ, চলাফেরা, কথাবার্তা ও আচার-আচরণে আপনারা সংযত হবেন।এ  ছাড়া এ বিষয় আমি কিছু বলতে চাইছি না বলে মন্তব্য করেন তিনি।

    এর আগে রবিবার বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ওমর সানী ।  এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, অভিযোগ জমা পড়েছে। শিল্পী সমিতির পরবর্তী সভায় এ নিয়ে আমরা আলোচনা করব। কোনো সিদ্ধান্ত এলে সেটি পরে  জানানো হবে।

    মাহফুজা ১৬

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর