৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    আগামী ২৩ জুন বৈঠকে বসতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    আগামী ২৩ জুন  বৈঠকে বসতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করা হবে কিনা তা নির্ধারণের জন্য হবে এ বৈঠক । মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেবরিয়াসাস সাংবাদিকদের বলেন, ‘মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব অস্বাভাবিক ও উদ্বেগজনক। এই প্রাদুর্ভাবটি জরুরি অবস্থা কিনা তা মূল্যায়ন করতে আগামী সপ্তাহে আন্তর্জাতিক স্বাস্থ্য বিধিমালার অধীনে জরুরি কমিটির বৈঠক আহ্বান করেছি।

    গত মে মাসে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব শুরু হয়ে এ পর্যন্ত ২৯টি দেশে রোগটি ছড়িয়েছে। আফ্রিকার দেশগুলোর বাইরে এ পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন এক হাজার জনেরও বেশি মানুষ।  তবে এতে কোনো মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়নি।

    মাহফুজা ১৫

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর