২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    পারভেজ মোশাররফ বেঁচে আছেন মৃত্যুর খবরটি গুজব

    পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ  বেঁচে আছেন  মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব। এ খবরটি  জিও টিভি নিশ্চিত করেছে। পরিবারের সদস্যরা জানান, তার শারীরিক অবস্থা ভালো নয়, ভবিষ্যতে তার সুস্থ হয়ে ওঠারও কোনো সম্ভাবনা নেই।

    জেনারেল পারভেজ মোশাররফের টুইটার আইডি থেকে দেয়া পোস্টে পরিবারের সদস্যরা জানায় , তিনি তিন সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি  অ্যামাইলয়েডোসিস জটিলতার জন্য । তার শারীরিক অবস্থা একটি কঠিন পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে আরোগ্যলাভ সম্ভব নয়। তার অঙ্গ-প্রত্যঙ্গগুলোও কাজ করছে না ঠিকমতো।

    পাকিস্তানের সাবেক সেনাপ্রধানের ‘দৈনন্দিন জীবনযাপনে স্বাচ্ছন্দ্যের জন্য’ তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছে ।

    মোশারফের ঘনিষ্ঠ সহযোগী এবং সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, তিনি গুরুতর অসুস্থ এবং সংযুক্ত আরব আমিররাতের একটি হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেছেন জেনারেল মোশারফ ।

    মাহফুজা ১০

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর