১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    নতুন পরিকল্পনায় তিন দিন ছুটি যুক্তরাজ্যে

    নতুন একটি পরিকল্পনার অংশ হিসেবে সপ্তাহে তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন, যুক্তরাজ্যের কর্মীরা । সোমবার থেকে চার দিনের কর্মদিবস শুরু করেছেন হাজার হাজার কর্মী । বেতন থাকছে আগের মতোই । এখন থেকে সপ্তাহে চারদিন কাজ আর তিনদিন ছুটি তাদের। পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছে এই কার্যক্রম বলে জানিয়েছে সিএনএন। তবে এখনই এই কার্যক্রম শুরু হচ্ছে না পুরো যুক্তরাজ্যে। আপাতত দেশটির ৭০টি কোম্পানির ৩ হাজার ৩০০ কর্মী এই সুযোগ পাচ্ছেন। কর্মীরা সপ্তাহে চার দিন কাজ করবেন আগামী ছয় মাস । কর্মীরা সপ্তাহে ৮০ শতাংশ কম সময় দিয়েও বেতন পুরোটাই পাবেন। তবে নিশ্চিত করতে হবে শতভাগ উৎপাদনশীলতা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও বোস্টন কলেজের গবেষকদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই প্রকল্প পরিচালনা করছে ফোর ডে উইক গ্লোবাল, থিংক ট্যাঙ্ক অটোনমি এবং ফোর ডে উইক ইউকে ক্যাম্পেইন। কর্মীদের মানসিক স্বাস্থ্য ও সার্বিক উন্নয়ন ছিল কোম্পানির প্রধান লক্ষ্য বলে জানান লন্ডনের প্রেশার ড্রপ ব্রিউইংয়ের ব্র্যান্ড ম্যানেজার সিয়েনা ও’রর্ক । তিনি সিএনএন কে আরো বলেন, করোনা মহামারি আমাদের কাজ এবং জীবন-যাপন পদ্ধতি নতুন করে ভাবতে শিখিয়েছে । এই কার্যক্রম শুরু করা হয়েছে কর্মীদের জীবনমান উন্নত করতে এবং বিশ্বে একটি প্রগতিশীল পরিবর্তনের অংশ হওয়ার জন্য । সাধারণ ছুটি এবং অসুস্থতাজনিত ছুটির দিনগুলোতে কর্মীরা একটি দল হিসেবে কাজ করবেন বলে জানানো হয়। ফোর ডে উইক ক্যাম্পেইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যুক্তরাজ্যের পাশাপাশি চলতি বছরের শেষে সরকারিভাবে স্পেন ও স্কটল্যান্ডেও একই ধরনের প্রকল্প শুরু হতে যাচ্ছে। কর্ম দিবস কমিয়ে আনতে সবচেয়ে বড় দুটি পাইলট প্রকল্প চালু করেছে আইসল্যান্ড। ২০১৫ ও ২০১৯ সালের ওই দুই প্রকল্পে ২ হাজার ৫শ কর্মীকে অন্তর্ভূক্ত করা হয়। উৎপাদনশীলতায় তেমন একটা ঘাটতি চোখে না পড়লেও  জীবনমানে উন্নতি লক্ষ্য করা গেছে এই ট্রায়ালে অংশ নেয়া কর্মীদের ।

    মাহফুজা -০৭

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর