২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    হত্যার হুমকি সালমান ও সেলিম খানকে

    ভাইজান খ্যাত অভিনেতা সালমান ও তার বাবা সেলিম খানকে হত্যার হুমকি এসেছে চিরকুটের মাধ্যমে। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই। হুমকির কারণে, বাড়ানো হয়েছে সালমানের নিরাপত্তাও। রোববার সকালে  সেলিম খান  ব্যাক্তিগত নিরাপত্তা রক্ষীদের নিয়ে হাঁটতে বের হন। বান্দ্রা ব্যান্ড স্ট্যান্ড যে বেঞ্চে বসে তিনি বিশ্রাম নেন তার নিচ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। তাতে লেখা ছিল —সিধু মুসওয়ালার মতো অবস্থা হবে। এ ঘটনায় বান্দ্রা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। একইসঙ্গে খান পরিবারের নিরাপত্তা বাড়ানো হয়েছে ।পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।  কিছুদিন আগে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালাকে একে-৪৭ থেকে ৩০ রাউন্ড গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেয়া হয়। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম আসে। পুলিশ জানায়  লরেন্স বিষ্ণোইয়ের টার্গেটে রয়েছেন সালমান খানও। এজন্য নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় মুম্বাই পুলিশ সালমানের খানের । শোনা যায়, সালমান খান আগেও হুমকির ফোন ও চিঠি পেয়েছিলেন।  রাজস্থানে কৃষ্ণসার হত্যা মামলায় কোর্টে যাওয়ার আগে নাকি খুনের হুমকি দেয় ভাইজানকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইর।

    মাহফুজা ০৬

     

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর