২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সপ্তাহব্যাপী বিএনপির কর্মসূচি

    আজ ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী । ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি নিহত হন ।

    জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে ।

    সোমবার (৩০ মে) ভোর ৬টায় দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা, এ সময় কালো পতাকা উত্তোলনের পাশাপাশি দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ, সোমবার বেলা ১১টায় দলের মহাসচিবসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠন পর্যায়ক্রমে মাজার জিয়ারত করবে।

    বুধবার (১ জুন) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এবং কৃষকদলের আলোচনা সভা। ৪ জুন জাতীয়তাবাদী তাঁতী দল, ৫ জুন জাতীয়তাবাদী ছাত্রদল, ৬ জুন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং ৭ জুন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আলোচনা সভার আয়োজন করেছে।

    এছাড়া সোমবার ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মহানগরের ২৭টি থানাধীন ৭১টি ওয়ার্ডে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে বলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর