২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    পল্লবীর একাধিক লিভ-ইন সম্পর্কে ছিলো

    ভারতীয় টিভি অভিনেত্রী পল্লবী দের মৃত্যুর পর থেকে চলছে নানা গুঞ্জন।  এটি হত্যা না আত্নহত্যা। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে লিভ-ইন সম্পর্কে একই বাসায় থাকা সাগ্নিক চক্রবর্তীকে।  তবে  অভিনেত্রী পল্লবীর যে একাধিক লিভ-ইন সম্পর্কে ছিলো তা এবার সামনে চলে এলো পল্লবীর মায়ের কথা থেকে।  নেট দুনিয়ায় পল্লবীর মায়ের এমন কথা ভাসছে।

    মা সংগীতাকে নিয়ে একাধিকবার রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানে এসেছিলেন প্রয়াত অভিনেত্রী পল্লবী দে। এক এপিসোডে সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় পল্লবীর মাকে প্রশ্ন করেছিলেন, পল্লবী নিশ্চয়ই আপনাকে সব বলে, বিশেষ কারো কথা কোনো দিন বলেছে? পল্লবীর মা স্পষ্ট জানান, ‘‘না এখনো বলেনি। আসলে ওর জীবনে তো অনেকেই এসেছে, গিয়েছে। কিন্তু মেয়ে বার বার বলে, হচ্ছে না ঠিক!’ পল্লবীর মায়ের মুখে এ কথা শুনে শুটিং ফ্লোরের সবাই হাসিতে ফেটে পড়েন।

    শুধু পল্লবীর মা নয়, পল্লবীও জানিয়েছিলেন, তার সঙ্গে থাকা বেশ কঠিন। কারণ প্রেমিককে তার সব কথা শুনতে হবে। আর তা না শুনলেই বকাঝকা চলবে। পল্লবীর মা বলেছিলেন, পল্লবীর এই ব্যবহারের জন্যই হয়তো তার কোনো সঙ্গী টেকে না!

    আসলে কি হয়েছিলো পুরোনো প্রেম,  ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তাসহ নানা গুঞ্জনের মধ্যে নতুন মাত্রা যোগ হলো মায়ের কথা।

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর