সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান এমপির মাথায় সিলিং ফ্যানের পাখা খুলে পড়ে আহত হয়েছেন। হাসপালে নিয়ে তিনটি সেলাই দিয়ে বাসায় নেয়া হয়েছে। এখন তিনি সুস্থ্য আছেন বলে জানা গেছে।
গেল বৃহস্পতিবার সন্ধ্যায়, বেসরকারি টেলিভিশন আরটিভির সংবাদ থেকে জানা যায় জামালপুরের সরিষাবাড়িতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান এমপি, নিজ বাড়িতে স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন এ সময় সিলিং ফ্যানের পাখা খুলে তার মাথায় পড়ে। এতে তার মাথা কেটে যায়। তাৎক্ষনিক ভাবে তাকে হাসপাতালে নিয়ে হলে চিকিৎসকরা তার মাথায় তিনটি সেলাই দেন। পরে তিনি বাসায় ফিরে আসেন। এখন তিনি সুস্থ্য বলে জানা গেছে।