বুধবার (১১ মে) রাতে পাপুয়া নিউগিনির উপপ্রধানমন্ত্রী স্যাম বাসিল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা এক নিরাপত্তা কর্মকর্তাও মারা গেছেন।
এদিকে ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই জন। তাদেরকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১২ মে) পাপুয়া নিউগিনির পুলিশ এক বিবৃতিতে জানায়, মোরোবে প্রদেশর ওয়াউ-বুলোলো অঞ্চলে বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হন উপপ্রধানমন্ত্রী বাসিলসহ তিনজন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বাসিল ও তার নিরাপত্তা কর্মকর্তা মারা যান।
পুলিশ কমিশনার ডেভিড ম্যানিং বলেন, দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ওই ঘটনার সঙ্গে জড়িত দ্বিতীয় গাড়িটির চালককে শনাক্ত করা হয়েছে।
ইউনাইটেড লেবার পার্টির নেতা ছিলেন বাসিল। পাপুয়া নিউগিনিতে নির্বাচন আয়োজনের মাত্র দুই মাস আগে তিনি মারা গেলেন।
সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স