১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    নারায়ণগঞ্জ ফতুল্লায় গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ বাবা-মা ও ছেলে বার্ন ইউনিটে

    মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা পাইলট স্কুল এলাকায় গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশু ও নারীসহ চারজন দগ্ধ হয়েছেন।

    শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদেরকে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, রিকশা চালক আনোয়ার হোসেন (৪০), তার স্ত্রী রুজিনা বেগম (৩৭), বড় ছেলে মোহাম্মদ রুহান (১৫) ও ছোট ছেলে রুমান (১২)।

    বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইয়ুব হোসেন জানান, রোজিনার শরীরের ১৪ শতাংশ, আনোয়ারের ১৭ শতাংশ ও রোহানের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। রুমানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

    নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আলম হোসেন জানান, ভবনের পাশ দিয়ে যাওয়া গ্যাসের লাইন লিকেজ হয়ে নিচতলার একটি ঘরে গ্যাস জমাট বাঁধে। এ সময় দগ্ধদের মধ্যে কেউ বৈদুৎতিক সুইচ অথবা মাচ দিয়ে আগুন জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন ধরে যায়। এতে ঘরের ভেতরে থাকা একই পরিবারের ওই চারজন দগ্ধ হন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর