১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    মা-বাবার কব‌রের পা‌শে চির‌নিদ্রায় শা‌য়িত আবদুল মুহিত

    স্টাফ রিপোর্টার, সিলেট: সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতকে সিলেট নগরীর রায়নগর এলাকায় পারিবারিক কবরস্থানে বাবা প্রয়াত অ্যাডভোকেট আবু আহমদ আব্দুল হাফিজ ও মা সৈয়দা শাহার বানু চৌধুরীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়। আজ রোববার (১ মে) বিকেল পৌনে ৩টায় দাফন সম্পন্ন হয়।

    এর আগে দুপুর সোয়া ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজা সম্পন্ন হয়। জানাজার আগে স্মৃতিচারণমূলক বক্তব্যে এমএ মুহিতের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।

    জানাজায় বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিবার ও সিলেটবাসীর পক্ষে বক্তব্য রাখেন মরহুমের অনুজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন, সিলেট-৫ আসনের সংসদ সদস্য (এমপি) হাফিজ আহমদ মজুমদার, সিলেট-৩ আসনের সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জের সংসদ সদস্য (এমপি) মু‌হিবুর রহমান মা‌নিক, এম‌পি উপাধ্যক্ষ আব্দুস শহীদ, সি‌লেট সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলার সভাপতি রফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

    এর আগে দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।

    শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সা‌বেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মৃত্যুকা‌লে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর