২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ফের আহত শাওন

    আহত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। বুধবার (২৭ এপ্রিল) এ দুর্ঘটনার শিকার হন তিনি।

    শাওন জানান, বাম পায়ে আঘাত পেয়েছেন তিনি। আহত হওয়ার পর নগরীর ট্রমা সেন্টার অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে গিয়েছিলেন। সেখানে ডাক্তাররা তার পায়ে প্লাস্টার করে দিয়েছেন। আগামী এক মাস তাকে বাড়িতে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন শাওন।
    তবে কীভাবে আহত হলেন বা পায়ে ফ্র্যাকচার হয়েছে কিনা তা জানাননি শাওন।

    ২০২০ সালের ১৩ আগস্ট রাতে বাথরুমে ঢুকতে গিয়ে হোচট খেয়ে ডান পায়ে ব‌্যথা পেয়েছিলেন শাওন। পরে এক্সরে করে জানতে পারেন, তার ডান পায়ের কনিষ্ঠা আঙুলের গোড়ায় ফ্র্যাকচার (চিড়) হয়েছে। তারপর ডান পা প্লাস্টার করে দেন ডাক্তার। ওই সময়েও দীর্ঘ এক মাস বাড়িতে পুরোপুরি বিশ্রামে ছিলেন তিনি।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর