১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ভবিষ্যতে দেশের অর্থনীতির অন্যতম স্পট হবে দক্ষিণাঞ্চল

    নিজস্ব প্রতিবেদক :দক্ষিণাঞ্চলের উন্নয়ন-অগ্রগতির প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন গণমাধ্যমকর্মীরা। ঢাকাস্থ বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের ( বিডিজেএ) আয়োজিত ইফতার ও দোয়া  অনুষ্ঠানে বক্তারা এমন প্রত্যাশার কথা বলেন।

    রোববার রাজধানীর কারওয়ান বাজারের একটি অভিযাত হোটেলে  ইফতার ও দোয়া অনুষ্ঠানে ঢাকায় কর্মরত বরিশাল বিভাগের গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

    বিডিজেএর সভাপতি তারিকুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব সৈকতের পরিচালনায় ইফতারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দীন সাথী, এফবিসিসিআইয়ের পরিচালক ও বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি  নিজাম উদ্দিন,  এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজ,  সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য  ও মধুমতি টাইলস লিমিটেডের চেয়ারম্যান সুলতানা নাদিরা, বীমা নিয়ন্ত্রক সংস্থার সাবেক সদস্য সুলতান উল আবেদিন মোল্লা, নৌ যাত্রী পরিবহন সংস্থার পরিচালক মাসুম খান,  বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় প্রমুখ।

    এসময় বক্তারা বলেন, পদ্মা সেতুসহ নানা উন্নয়নমূলক কাজ হচ্ছে। ফলে ভবিষ্যতে দেশের অর্থনীতির অন্যতম স্পট হবে দক্ষিণাঞ্চল। এজন্য উন্নয়নের কথাগুলো প্রচার প্রচারণাসহ সার্বিক অগ্রগতিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে।এসসময় সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন বক্তারা।

    সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক, বিএফইউজের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মামুনুর রশীদ, বিএফএইজের কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ নাজমুল হক সৈকত, বিএফইউজের একাংশের কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন,  ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, ডিআরইউর সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, রফিক রাফী, তাপসী রাবেয়াসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

    এছাড়াও সিনিয়র সাংবাদিকদের মধ্যো বক্তব্য রাখেন বাংলাভিশনের বদরুল আলম নাবিল, মোস্তফা আকমল, নাদিরা কিরণ।

    বিডিজেএর কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এম এম বাদশাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সানবীর রুপল, সাংগঠনিক সম্পাদক মাহবুব জুয়েল, ফাহিম মোনায়েম,নাদিরা জাহান, বোরহান উদ্দিন, লাইজুল ইসলাম, মিজানুর রহমান মিন্টু, শফিকুল ইসলাম শামীম।

    ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর