২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য  শ্রীলঙ্কার ২৩ সদস্যের দল ঘোষণা

    বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ২৩ সদস্যের দলে জায়গা হয়নি লাহিরু থিরিমান্নে, কামিন্দু মেন্ডিস ও চারিথ আশালঙ্কার। আর ডাক পেয়েছেন রোশেন সিলভা ও ওশাদা ফার্নান্দোর।  আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে মে মাসের ৮ তারিখ বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। কোভিড নেগেটিভ হওয়ার পর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে  ১১ ও ১২ মে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ তারিখ গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্টটি।

    বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার প্রাথমিক দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিল মিশারা, কুশল মেন্ডিস, রোশেন সিলভা, নিরোশান ডিকওয়েলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, শিরান ফার্নান্দো, মোহাম্মদ শিরাজ, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া, জেফরে ভেন্ডারসে, লাকশিথা মুনাসিংহ ও সুমিন্দা লক্ষণ।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর