২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    ‘পানি পানি’ আইটেম গানে রাসেল র ও সোনিয়ার সঙ্গে ১০০ জন জুনিয়র আর্টিস্ট নেচেছেন

    কয়েক মাস আগে ঐশীর গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ গানের ভিডিওতে নেচে আলোচনার জন্ম দেন বলিউড অভিনেত্রী সানি লিওন। এবার একই ঘরানার ‘পানি পানি’ শিরোনামে নতুন একটি গানে নাচলেন নাবাগত রাসেল রানা ও সোনিয়া খান। গানটিতে কণ্ঠ দিয়েছেন কর্নিয়া।

    ‘পানি পানি’ আইটেম গানে প্রায় ১০০ জন জুনিয়র আর্টিস্ট নেচেছেন। কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল। গানটির কথা লিখেছেন চৌধুরী এস হাসান। সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সৈকত নাসির।

    কক্সবাজারে দুই ধাপে গানটির দৃশ্যধারণের কাজ হয়। এরপর বুধবার (৬ এপ্রিল) এফডিসিতে গানটির শেষ ধাপের শুটিং হয়েছে। নির্মাতা সৈকত নাসির বলেন—‘‘মেগা বাজেটের কাজ এটি। তাই ঢাকা, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে শুটিং করেছি। কোনো আয়োজনের কমতি রাখতে চাইনি। বড় আয়োজনে গানটির নান্দনিক দৃশ্যায়ন ও স্টাইলিং সবার ভালো লাগবে। আশা করছি, গানটির সঙ্গে মিউজিক ভিডিও দর্শক দারুণ উপভোগ করবেন।’’

    আগামী ঈদুল ফিতরে নোনা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে বলে জানিয়েছেন সৈকত নাসির।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর