১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    বিশ্বজুড়ে করোনায় আরও মৃত্যু ৩৫৭৩, শনাক্ত ১২ লাখ

    বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৭৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২ লাখ ২ হাজার ৫২৩ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১১ লাখ ৯৩ হাজার ৪১৭ জন।

    এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৯০ হাজার ৮৫২ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ কোটি ৫০ লাখ ৩৪ হাজার ৫৩৭ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৪৩ কোটি ৬ লাখ ৩৮ হাজার ২৬৭ জন।

    বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

    করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৩১ হাজার ১১৮ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৮৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ১৯ লাখ ৫০ হাজার ২৪৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ১০ হাজার ৫৩৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ছয় কোটি ৬০ লাখ ৮৮ হাজার ১৫১ জন।

    ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯২৬ জনের এবং মারা গেছেন ৪২ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার কোটি ৩০ লাখ ৩১ হাজার ৮৫১ জনে। তাদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২১ হাজার ৫৬০ জন। করোনা থেকে সেরে উঠেছেন চার কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৫৬৭ জন।

    এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ১৯৬ জন, ইতালিতে ১৫০ জন, জাপানে ৬০ জন, ইন্দোনেশিয়ায় ৪৩ জন, ফ্রান্সে ১২৮ জন, জার্মানিতে ৩৩৩ জন, রাশিয়াতে ২৯১ জন, দক্ষিণ কোরিয়ায় ৩৭১ জন, যুক্তরাজ্যে ২৩৩ জন এবং হংকংয়ে মারা গেছেন ১১১ জন।

    এ সময়ে বাংলাদেশে করোনায় কারো মৃত্যু হয়নি। ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৬ জনের।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর