শনিবার (২৬ মার্চ) নিজের টুইটারে শাহরুখ খান একটি ছবি পোস্ট প্রকাশ করছেন। টুইটারে ট্রেন্ডিং তালিকায় ছিল ‘একটু থাম শাহরুখ’। এবার সেই ট্রেন্ডে প্রতিক্রিয়া জানিয়েছেন কিং খান নিজেই। সোশ্যাল মিডিয়া নিজের একটি ছবি পোস্ট করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সেই ছবিতে পাঠান লুকে দেখা যায় তাকে। সেই ছবির ক্যাপশনে শাহরুখ খান লিখেছেন- ‘শাহরুখ যদি একটু থেমেও যায়, পাঠানকে থামাবেন কীভাবে? অ্যাপস আর অ্যাবস সব তৈরি করে ফেলব।’
মাত্র কয়েক মিনিটেই ওই ছবিতে প্রায় দুই লাখ লাইক পড়ে যায়। টুইটারে আবারও ঝড় তুলেছে ট্রেন্ড।
এর আগে পাঠান সিনেমার একটি টিজার পোস্ট করে কিং খান লিখেছেন, ‘আমি জানি দেরি হয়ে গেছে… তবে তারিখটি মনে রাখবেন… পাঠান সময় এখন শুরু হচ্ছে… ২০২৩ সালের ২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে আপনার কাছাকাছি প্রেক্ষাগৃহে।’
সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে সলমান খানকেও দেখা যাবে একটি বিশেষ ভূমিকায়।