২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

     শিশুসহ একই পরিবারের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

    রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন।

    দগ্ধরা হলেন- সাইদ হাসান, তার স্ত্রী রেখা আক্তার, ১০ বছর বয়সী মেয়ে সাফা ও ৯ বছরের ছেলে সাফিয়ান।

    বুধবার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে বেরাইদ পূর্বপাড়া এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

    ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, বুধবার ভোরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। বিষয়টি বাড্ডা থানাকে অবগত করা হয়েছে।

    দগ্ধ সাইদের ভাতিজা মো. রাজিব জানান, তিন তলা বাড়িটির তৃতীয় তলায় রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যান।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর