৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ইউক্রেন শিগগিরই ন্যাটোতে যোগ দিচ্ছে না

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অন্যতম কারণ ইউক্রেনের ন্যাটোতে যোগদানের আগ্রহ। তবে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমির জেলেনস্কি এক বক্তব্যে জানিয়েছেন, শিগগিরই ন্যাটোতে তাদের যোগ দেওয়ার সম্ভবনা নেই। খবর সিএনএন ও ওয়াশিংটন পোস্টের।

    যুদ্ধে ইউক্রেনের সহযোগী দেশগুলোর নেতাদের সঙ্গে এক ভিডিও বার্তায় তিনি মঙ্গলবার বলেন, ‘সব সময় শুনে এসেছি ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া সময়ের ব্যাপার মাত্র। কিন্তু এখন আমরা শুনতেছি যে ন্যাটোতে যোগ দিতে পারবো না। আসলে এটাই সত্য। বিষয়টি স্বীকার করতে হবে।’

    ‘আমি খুশি যে আমাদের দেশের মানুষও বিষয়টি বুঝতে শুরু করেছে। তারা নিজেরা লড়াই করতে শিখেছে। আমাদের সহযোগীদের ওপর আস্থা রাখছে।’ যোগ করেন তিনি।

    এদিকে রাশিয়া-ইউক্রেনের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনা আজ বুধবার আবার শুরু হবে। এমন সময় জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক জানিয়েছেন, এই মুহূর্তে যুদ্ধ থামানো কঠিন। তবে অবশ্যই সমঝোতার পথ খোলা আছে। আজ বুধবার সমঝোতার বিষয় নিয়ে রাশিয়ার সঙ্গে আবার কথা হবে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর