বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে কাজ করতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী তার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ মন্তব্য করেন। নয়াদিল্লিতে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দ্য স্টেটসম্যানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বৈঠককালে নরেন্দ্র মোদি গত বছর তার বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।
তারেক আহমেদ সিদ্দিকী বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আগ্রহ প্রকাশ করায় নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। এছাড়া কোভিড-১৯ মহামারিসহ সংকটের সময়ে বাংলাদেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী মোদি সার্বিক উন্নয়ন নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। মোদি ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করতে শেখ হাসিনার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।