২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    রামপুরায় ভেজাল মদ ও মদ তৈরির উপকরণসহ ৩ জন আটক

    মোঃ রিপন হাওলাদার
    রাজধানীর রামপুরায় ভেজাল মদ ও তৈরীর উপকরণসহ কারখানার সন্ধান মিলেছে । মালিকসহ ৩ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

    শুক্রবার (৪ মার্চ)তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (উত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক মাে. রাশেদুজ্জামান।

    এরআগে গতকাল (৩ মার্চ)ঢাকার স্টেক এক্সচেঞ্জ অফিসের সামনে এবং রামপুরায় অভিযান চালিয়ে ভেজাল বিলাতি মদসহ তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, কাজী আশরাফুজ্জামান ওরফে মােশারফ (৩৫), মাে. আবুল খায়ের চৌধুরী (৬৯) ও মাে. হায়দার ভূঁইয়া (৩৬)।

    এসময় তাদের থেকে ‘ব্ল্যাক লেবেল’ নামের নকল বিলাতী মদ ১০ বােতল, পরিমান ১০ লিটার; নিমিয়রোপ নামের নকল বিলাতী ভদকা ৫ বােতল, পরিমান ৫ লিটার; কেরুস ফাইন ব্রান্ডি নকল বিলাতি মদ ৮ বােতল, পরিমান ৭৫০ এমএল করে মােট ৬ লিটার; নকল বিলাতী মদ তৈরীর উপকরণ ইথানল ২০ লিটার; নকল বিলাতী মদ তৈরীর উপকরণ এসেন্স ৪০০ গ্রাম;
    নকল বিলাতী মদ তৈরীর উপকরণ চারকল উডার ৪৫০ গ্রাম, বিলাতী মদ বােলিং করার পাইপ ১টি; এ্যালকোহল মিটার ১টি; বিলাতী মদের লেবেল ৮০টি;
    বিলাতী মদের কর্ক ৮০টি; বিলাতী মদের খালি বােতল ৩০টি; স্টিলের চোঙ্গা ১টি;
    সর্বমােট ২৩ বােতল বিলাতী মদ উদ্ধার করা হয়, যার পরিমান ২১ লিটার এবং ইথানল ২০ লিটারসহ ৪১ লিটার
    আইস ও ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

    তিনি বলেন, আমাদের কাছে গােয়েন্দা তথ্য ছিল যে, একটি চক্র বাজারে নকল মদ সরবরাহ করে মানুষকে মৃত্যু ঝুঁকিতে ফেলছে। বিভিন্ন সময় বিভিন্ন পত্র পত্রিকায় এ সংক্রান্ত তথ্য আমাদের দৃষ্টিগােচর হয়।

    রাশেদুজ্জামান বলেন, ভেজাল মদ তৈরীর চক্রটিকে আইনের আওতায় আনার জন্য আমরা গােয়েন্দা তৎপরতা জোরদার করি। গত ৩১ ডিসেম্বর আমরা বিপুল পরিমান ভেজাল মদ আটক করতে সক্ষম হই।

    এরই ধারাবাহিকতায় ঢাকা বিভািগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মাে. ফজলুর রহমান এর সার্বিক নির্দেশনায়
    মােহাম্মদপুর সার্কেলের একটি বিশেষ টিম ঢাকার স্টেক এক্সচেঞ্জ অফিসের সামনে এবং রামপুরা এলাকার রিয়াজ বাগের একটি বাসায় গতকাল (৩ মার্চ) হতে অভিযান চালিয়ে ভেজাল বিলাতি মদসহ ৩ জনকে গ্রেফতার করেন।

    তিনি আরও বলেন, ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর), ঢাকার অন্য টিম ৩ তারিখ রাতে ও ৪ তারিখ সকালে পৃথক অভিযান চালিয়ে ঢাকার খিলক্ষেত ও ধানমন্ডি এলাকা হতে ৩ জনকে ২০০ গ্রাম আইস ও ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর