৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

     ‘মুখোশ’নিয়ে মোশাররফ করিম

    মুক্তি পেয়েছে ইফতেখার শুভ রচিত ও পরিচালিত সিনেমা ‘মুখোশ’। শুক্রবার (৪ মার্চ) একযোগে সারাদেশে চলচ্চিত্রটি মুক্তি পায়। মূলত নির্মাতারই লেখা উপন্যাস ‘পেজ নম্বর ৪৪’-এর অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।

    এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমণি, রোশান, ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, তারেক স্বপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।

    বর্তমানে চলচ্চিত্র একযোগে চলছে বাংলাদেশের ৩৮টি সিনেমা হলে।  স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিংমল) পান্থপথ, সীমান্ত সম্ভার (ধানমন্ডি), এস,কে,এস টাওয়ার (মহাখালী), সনি স্কয়ার (মীরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক)। মধুমিতা (ঢাকা), শ্যামলী (ঢাকা), চিত্রামহল- ঢাকা, আনন্দ (ঢাকা), সেনা অডি.(ঢাকা) ক্যান্ট, বিজিবি অডি. (পিলখানা ঢাকা), গীত (ঢাকা), নিউ গুলশান (জিঞ্জিরা), মনিহার(যশোর), চাঁদ মহল(কাঁচপুর), নিউ মেট্রো(নারায়ণগঞ্জ), সিনেস্কোপ সিনেপ্লেক্স (নারায়ণগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), বর্ষা (জয়দেবপুর), ঝংকার (পাঁচদোনা), নবীন (মানিকগঞ্জ), লিবার্টি (খুলনা), শঙ্খ (খুলনা), সিনেমা প্যালেস (চট্রগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), নন্দিতা (সিলেট), মধুবন সিনেপ্লেক্স বগুড়া, মম ইন বগুড়া, রুপকথা (পাবনা), শাপলা (রংপুর), অভিরুচি(বরিশাল), পূরবী (ময়মনসিংহ), মর্ডান (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর)।

    প্রসঙ্গত, ‘মুখোশ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন মাইনুল আহসান নোবেল। আব্রাহাম তামিমের কথায় গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। আরেকটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। আব্রাহাম তামিমের কথায় এর সংগীতায়োজন ইমন চৌধুরীর।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর