রোববার (২৭ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে এক পোস্টে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিজেই দিলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রুতি হাসান।
করোনাভাইরাস থেকে নিজে নিরাপদ রাখতে সব ধরনের বিধিনিষেধ মেনে চলেছেন শ্রুতি হাসান। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন—‘সমস্ত বিধি-নিষেধ মানার পরও কোভিডের কবলে পড়েছি। ধীরে ধীরে সুস্থ হওয়ার দিকে এগুচ্ছি। খুব তাড়াতাড়ি কাজে ফিরব বলে আশা করছি। সবাইকে ধন্যবাদ এবং অনেক ভালোবাসা।’
অভিনয়-গানে পারদর্শী শ্রুতির এই পোস্টে মন্তব্য করেছেন বলিউড পরিচালক-প্রযোজক সিদ্ধার্থ মালহোত্র, অভিনেত্রী সোফি চৌধরী, নম্রতা শিরোদকারসহ অনেকে। সবাই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
শ্রুতিকে সর্বশেষ পলিটিক্যাল-থ্রিলার ঘরানার ‘লাবাম’ সিনেমায় দেখা গেছে। এই সিনেমায় আরো রয়েছেন বিজয় সেতুপাতি, জগপতি বাবু প্রমুখ। এছাড়া প্রভাসের সঙ্গে ‘সালার’ সিনেমায় পর্দায় হাজির হবেন এই অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করছেন ‘কেজিএফ’খ্যাত প্রশান্ত নীল।