২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    সুপ্রিম কোর্টে বাংলায় রায় লেখা শুরু হয়েছে : প্রধান বিচারপতি

    প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন সুপ্রিম কোর্টে বাংলায় রায় লেখা শুরু হয়েছে। সোমবার  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা জানান তিনি।

    প্রধান বিচারপতি আরো  বলেন, এর পরিপূর্ণ বাস্তবায়নে আলাদা শাখা চালু হয়েছে । সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীরা যেন আদালতের রায় বুঝতে পারে, তাই ইংরেজিতে দেওয়া রায় বাংলায় অনুবাদ করতে সুপ্রিম কোর্টে যুক্ত হয়েছে নতুন সফটওয়্যার ‘আমার ভাষা’। বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ওই সফটওয়্যারটি দিয়ে রায়গুলো বাংলায় অনুবাদ করা যাবে।

    হাসান ফয়েজ সিদ্দিকী আরও বলেন, আজকের দিনে আমাদের মহান ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আর তারা যে চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেদিন ভাষার জন্য শহীদ হয়েছিলেন, আমাদেরও সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর