২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    নয়াপল্টনে সাওনের জানাজা সম্পন্ন; যুবদলের বিক্ষোভের ডাক

    মুন্সিগঞ্জের মুক্তারপুরে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে নিহত যুবদলকর্মী শহিদুল ইসলাম সাওনের সম্পন্ন হয়েছে জানাজা।  শুক্রবার বাদ মাগরিব পল্টনে বিএনপির কার্যালয়ে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সাওনের মরদেহ নিয়ে তার পরিবারের সদস্যরা জানাজে শেষে মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হন। সন্ধ্যা পৌনে ছয়টায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি কার্যালয়ের সামনে আসে।

    আগামীকাল শনিবার সাওনের মৃত্যুর প্রতিবাদে বিকেল তিনটায় নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে যুবদল।

    ময়নাতদন্তে দেরি হওয়ায় জুমার পর জানাজা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। মাগরিবের পর জানাজা অনুষ্ঠিত হয় এবং জাতীয়তাবাদী উলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক জানাজা পরিচালনা করেন।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে সাওন হত্যার প্রতিশোধ নিতে হবে ।  সাওনের রক্ত বৃথা যেতে দেবো না। সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

    জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ দলের বিভিন্ন পর্যায়ে নেতারা অংশ নেন।

    জানাজা শেষে নয়াপল্টন এলাকায় মশাল মিছিল করে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।

    মাহফুজা ২৩-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর