মোহাম্মদ হোসেন (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে অস্ত্র-গুলিসহ কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে আটক করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার কুতুপালং ট্রানজিট ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এপিবিএন সদস্যরা রোহিঙ্গা যুবককে আটক করে।
মোহাম্মদ হোসেন টেকনাফ ২৬ নম্বর নয়াপাড়া মোচনী রোহিঙ্গা ক্যাম্পের সুলতান আহমদের ছেলে। ৮ এপিবিএনের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার মধ্যরাতে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পের কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় সন্দেহজনক দুই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা জড়ো হন। এ সময় তারা ফাঁকা গুলি ছুড়েন। খবর পেয়ে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একজন আটক করে। পরে তার দেহ তল্লাশি করে দেশীয় তৈরি একটি বন্দুক ও ২টি গুলি পাওয়া যায়।