২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩০

    ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে মিথেন গ্যাস লিক হয়ে বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।

    রোববার (২২ সেপ্টেম্বর, ২০২৪) দেশটির জাতীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেহরান থেকে প্রায় ৫৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে তাবাসের একটি কয়লা খনিতে মিথেন গ্যাস লিক শনিবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, ভেতরে কয়েকজন খনি শ্রমিক আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

    কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ওই এলাকায় জরুরি উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। বিস্ফোরণের সময় সেখানে প্রায় ৭০ জন কর্মী কাজ করছিলেন। তবে কতজন খনিতে আটকা পড়েছেন তা এখনো স্পষ্ট নয়।

    আটকে পড়াদের উদ্ধার ও তাদের পরিবারকে সহায়তা করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

    ইরানের খনি শিল্পে এমন দুর্ঘটনা এটিই প্রথম নয়। ২০১৩ সালে দুটি পৃথক খনি দুর্ঘটনায় ১১ জন শ্রমিক নিহত হন। ২০০৯ সালে বিভিন্ন ঘটনায় ২০ জন শ্রমিক নিহত হন। ২০১৭ সালে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৪২ জন নিহত হয়েছিল।

    তেল উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত হলেও ইরানের খনিগুলো থেকে প্রতি বছর ১৮ লাখ টন কয়লা উত্তোলন করা হয়। কিন্তু খনি এলাকাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ও জরুরি পরিষেবা না থাকায় প্রায়শই প্রাণহানির ঘটনা ঘটে থাকে।

     

    সূত্র : আল-জাজিরা

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর