২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    রেললাইন অবরোধ করে বিক্ষোভ, ঢাকার সঙ্গে বন্ধ যোগাযোগ

    রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা  চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন  । এতে করে ঢাকার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

    রোববার (১৬ জুলাই, ২০২৩) সকাল ১০টার দিকে কয়েকশ শ্রমিক এফডিসি সংলগ্ন রেললাইন অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তারা ব্রাহ্মণবাড়িয়াগামী একটি ট্রেন কারওয়ান বাজার এলাকায় আটকে দেয়।

    শ্রমিকরা অভিযোগ করে জানান, জনবল সংকটে রেলওয়ে ট্রেনের চাকা সচল রাখতে বিজ্ঞাপন দিয়ে সারাদেশে প্রায় সাড়ে সাত হাজার অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া হয়। যারা ১২-১৪ বছর ধরে রেলে চাকরি করছেন। কথা ছিল তিন থেকে চার বছরের মধ্যে চাকরি স্থায়ীকরণ করা হবে। কিন্তু আজও রেল তাদের চাকরি স্থায়ী করেনি। এ কারণেই কাজ বন্ধ করে রেললাইনে বিক্ষোভ করছেন।

    এদিকে, কাওরান বাজার সড়ক অবরোধ করায় ওই এলাকায় সড়কে যান চলাচল একপ্রকার বন্ধ হয়ে গেছে। দেখা দিয়েছে তীব্র যানজট। পথচারীরা পড়েছেন দুর্যোগে। তবে সেখানে অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর