৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    বগুড়ায় বাসের চাপায় নিহত সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী

    বগুড়ায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার জন মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা-বগুড়া মহাসড়কের সুজাবত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

    বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক খন্দকার আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেন।

    দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- অটোরিকশার চালক হজরত আলী ও কাপড় ব্যবসায়ী গোলাম রব্বানী । আহত দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    গাইবান্ধা থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকায় এবং সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে ধুনটে যাচ্ছিলো। অটোরিকশাটি সুজাবাদ দহপাড়ায় পৌঁছালে রাস্তার ডানে মোড় নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসের চাপায় অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান।  গুরুতর আহত এক শিশু ও একজন পুরুষকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

    এদিকে দুর্ঘটনার পরপরই উত্তেজিত হয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের পিছনের অংশ পুড়ে যায়।

    এ বিষয়ে শাজাহানপুর থানার এসআই মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। স্থানীয়রা বলছেন, সিএনজি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

    মাহফুজা ২৩-২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর