১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    আগামী ২০ মে থেকে বুয়েট ভর্তি পরীক্ষা শুরু করার সুপারিশ ভর্তি কমিটির

    আগামী ২০ মে থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি।

    শুক্রবার  দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান।

    তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এই দুইটি তারিখ নির্ধারণ করে সুপারিশ করা হয়েছে এবং এ সুপারিশ একাডেমিক কাউন্সিলে পাঠানো হয়েছে। একাডেমি কাউন্সিলের পরবর্তী সভায় বিষয়টি চূড়ান্ত অনুমোদন হবে এবং   বিজ্ঞপ্তি আকারে ভর্তি নীতিমালা পরে  প্রকাশ করা হবে।

    সুপারিশ অনুযায়ী, বুয়েটের প্রাথমিক বাছাই পরীক্ষা ২০ মে এবং চূড়ান্ত ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয় ১০ জুন।

    ২০ হাজার শিক্ষার্থী প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশ নিতে পারবেন । চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ৬ হাজার জনকে ।

    মাহফুজা ১০-২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর