১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ভূমিকম্পের আঘাতে তুরস্ক জাতীয় দলের গোলরক্ষক আহমেত এইয়ুপ তুর্কাসলান নিহত

    শক্তিশালী ভূমিকম্পের আঘাতে তুরস্ক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে । এখন পর্যন্ত ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রায় ১০ হাজার মানুষের মারা গেছেন। ক্রমাগত বেড়েই চলেছে লাশের সারি।  মৃতদের সেই দীর্ঘ তালিকায় এবার নাম উঠলো তুরস্ক জাতীয় দলের গোলরক্ষক আহমেত এইয়ুপ তুর্কাসলানের। খবরটি জানায় বিবিসি।

    উদ্ধারকাজ চালানোর সময়ই তুর্কাসলানের মৃতদেহ খুঁজে পায় উদ্ধারকারী দল। তুরস্কের এই গোলরক্ষকের ক্লাব ইয়েনি মালায়াতইয়াসপোরের পক্ষ থেকেই তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।  এক টুইট বার্তায় জানানো হয়, ‘আমাদের গোলরক্ষক, আহমেদ এইয়ুপ তুর্কাসলান- ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। তার মৃত আত্মার শান্তি কামনা করছি।’

    টুইটাইরে দেওয়া শোক বার্তায় ক্লাবটি আরও জানায়, ‘আমরা কখনোই তোমাকে ভুলবো না। আমাদের সবার মধ্যে সবচেয়ে সুন্দর ব্যক্তিত্বের অধিকারী ছিলে তুমি।’

    তুরস্কের এই গোলরক্ষকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্রিস্টাল প্যালেস ও এভারটনের সাবেক ফুটবলার ইয়ানিক বোলাইজ। বর্তমানে তুরস্কের দ্বিতীয় বিভাগের দল চাইকু রিজেসপোরে খেলা এই উইঙ্গার নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেন, ‘আহমেত এইয়ুপ তুর্কাসলান ভাই, তোমার আত্মার শান্তি কামনা করছি। মনে হচ্ছে, এই মুহূর্তে তাকে ডাগআউটে দেখতে পাচ্ছি আমি। এরপরই মনে হচ্ছে সে নাই, চলে গেছে।’

    বোলাইজ আরও বলেন, তার পরিবার এবং ইয়েনি মালায়াতইয়াসপোরে তার সতীর্থদের প্রতি আমার সমবেদনা তাহকলো। আমরা সবাই যেন প্রয়োজনের সময় সবাইকে সাহায্য করতে পারি।

    তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব মালাতিয়াসপোরে ২০২১ সালে যোগ দিয়েছিলেন ২৮ বছর বয়সী তুর্কাসলান। এই ক্লাবের হয়ে তিনি ছয়টি ম্যাচ খেলেছেন।

    সোমবার ভোরে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে সিরিয়া সীমান্তের কাছে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিশাল এলাকাজুড়ে যেন সৃষ্টি হয়েছে ধ্বংসস্তূপে। সেসময় দেশ দুটির অধিকাংশ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। এরপর ৭ দশমিক ৬ মাত্রার এবং বেশ কয়েকটি আফটারশকে লণ্ডভণ্ড হয়ে যায় সিরিয়ার একটি অঞ্চল। এ ছাড়া তুরস্কের অন্তত ১০টি শহর বিধ্বস্ত হয়। এরই মধ্যে এসব শহরে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট রিপেস তাইয়্যেপ এরদোয়ান।

    মাহফুজা ৮-২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর