১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৯শে রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা রূপসা রেলসেতু পরিদর্শন করলেন

    ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা দুদিনের সফরে খুলনা বিভাগে গেছেন । এ সফরে তিনি ভারত-বাংলাদেশ উন্নয়ন অংশীদারত্বে নির্মিত কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শন করবেন।

    সফরের প্রথমদিন শুক্রবার বিকেলে তিনি রূপসা রেলসেতু পরিদর্শন করেছেন।

    ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    রূপসা রেলসেতু, বাংলাদেশ সরকারকে দেওয়া ভারত সরকারের লাইন অব কনসেশনাল ক্রেডিটের মাধ্যমে নির্মাণ করা হয়েছে। ১৬৯ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত সেতুটি সমগ্র উপ-অঞ্চলের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা বাড়াবে।

    ভারত দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী । দেশটি এরই মধ্যে বাংলাদেশকে প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলারের (এলওসি) প্রতিশ্রুতি দিয়েছে। সেই প্রতিশ্রুতির একটি উদাহরণ রূপসা রেলসেতু।

    রূপসা রেলসেতু খুলনা-মোংলা বন্দরে পণ্য পরিবহনে সুবিধা দেবে। এ অঞ্চলের কৃষকদের কৃষিজাত পণ্যসহ স্থানীয় ব্যবসার জন্য বাজারে প্রবেশাধিকার উন্নত করবে। এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পর্যটন শিল্প বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

    মাহফুজা ৪-২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর