৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে বসে মোবাইলে গেম খেলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে নিহত এক ; আহত হন দুই জন

    ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনে বসে মোবাইলে ফ্রি-ফায়ার গেম খেলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে রিমঝিম নামে এক জন মারা গেছেন। এ ঘটনায় আহত হন আরও দুই যুবক ।

    শনিবার রাত সাড়ে ১১টায় ঢাকা-সিলেট-চট্রগ্রাম রেললাইনের ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট লেভেল ক্রসিং এলাকায় এদুর্ঘটনা ঘটে।

    ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    নিহত রিমঝিম জেলা শহরের সরকার পাড়া এলাকার মনজু মিয়ার ছেলে। আহত দুই তরুণের একজন আরাফাত সরকারপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে ও অন্যজন দিপু মিয়া একই এলাকার বাদশা মিয়ার ছেলে।

    পুলিশ জানায়, পুনিয়াউট লেভেল ক্রসিং এলাকায় রেললাইনের উপর বসে ফ্রি ফায়ার গেম খেলছিলেন তিন যুবক। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিন তরুণ। এসময় ঘটনাস্থলেই রিমঝিম নামে এক জন মারা যান। গুরুতর আহত দুই তরুণকে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।

    ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. অনির্বান মোদক জানান, তাদের দুইজনের অবস্থায় আশংকাজনক। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

    ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, মোবাইলে গেম খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

    মাহফুজা ২২-১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর