দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক্টর-মোটরসাইকেলে সংঘর্ষে মাহাবুর রহমান নামের এক ব্যাক্তি মারা গেছেন।এ সময় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হন।
বৃহস্পতিবার রাত ৯টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের জয়নগরে এ ঘটনা ঘটে।
মাহবুর রহমান বিরামপুরের মুকুন্দপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মনছুর আলীর ছেলে। আহতরা একই এলাকার নির্মল চন্দ্রের ছেলে সাগর চন্দ্র এবং সাহাবুলের ছেলে সাকিল হোসেন । বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম।
তিনি জানান, রাত ৯টায় একটি মোটরসাইকেল করে তিনজন ফুলবাড়ী থেকে বিরামপুরে দিকে যাচ্ছিলেন তারা । এ সময় বিরামপুর থেকে অঅসা একটি ট্রাক্টর ফুলবাড়ীর দিকে আসার সময় জয়নগর পেট্রোল পাম্পের সামনে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে চালক মাহবুর রহমান মারা যান।
মাহফুজা ২৩-১২