৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    গাইবান্ধা টাঙ্গাইল ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জন

    গাইবান্ধার পলাশবাড়ীতে ঘন কুয়াশার কারণে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ অটোরিকশার চার যাত্রী মারা গেছেন।

    বৃহস্পতিবার (সকাল সাড়ে ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাকোয়া মাঝিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তারা হলেন- গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের শামীম , জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার শিমু সরকার  ও শাকিল মিয়া ।

    পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা  এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সকালে গাইবান্ধা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলো। পথে ঘন কুয়াশার কারণে গাইবান্ধাগামী শানে খোদা পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী শামীম ও তার স্ত্রী শিমু সরকার এবং শাকিল মিয়া নামক এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশাচালক মারা যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

    পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত শাকিলের ঠিকানা জানা যায়নি। বাকি দুইজন স্বামী-স্ত্রী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    এদিকে গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লাহ টুটুল জানান, সকাল ৯টায় মহাসড়কের ধল্যা-মনসুর এলাকায় ঢাকামুখী লেনে পিকআপভ্যানের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিটি বাসের হেলপার। লাশ থানায় নেওয়া হয়েছে। তার নাম পাওয়া যায়নি।

    সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

    মাহফুজা ১৫-১২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর