১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    কক্সবাজারের রামুতে পাহাড় ধসে মারা গেলেন একই পরিবারের ৪ জন

    কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন মারা গেছেন। বুধবার  রাত ৮টায় রামুর কাউয়ারখোপের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা।

    নিহতরা হলেন- কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকার আজিজুর রহমান , তার স্ত্রী রহিমা খাতুন, শাশুড়ি দিল ফুরুস বেগম  ও পুত্রবধূ নাছিমা আকতার ।

    ইউএনও ফাহমিদা মুস্তফা জানান, কাউয়ারখোপের ফরেস্ট অফিস এলাকায় রাতের খাবার খাওয়ার সময় আজিজ নামের এক ব্যক্তির ঘরে পাহাড় ধসে পড়ে ৪ জন মারা যান । খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ চাপা পড়া ৪ জনের মরদেহ উদ্ধার করে।

    স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোহাম্মদ কায়েশ জানান, আজিজুর রহমানের পরিবারের সদস্যরা রাতের খাবার খাচ্ছিলেন। হঠাৎ পাহাড়ধসে রান্না ঘরের ওপর এসে পড়লে ঘটনাস্থলে তারা মাটিচাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসকর্মীরা এসে তাদের উদ্ধার করে।

    রামু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানান, ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে কেন অসময়ে পাহাড়ধস সেটি নিশ্চিত করতে পারেননি তিনি।

    রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন জানান, লাওয়ে জাদি পাহাড়ের পুর্বপাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

    রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মোস্তফা বলেন, মৃতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।

    মাহফুজা ৭-১২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর