৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতে একদিনে ৯টি মামলার রায় ঘোষণা

    রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে একদিনে ৯টি মামলার রায় ঘোষণা করা হলো। এরমধ্যে একটি মামলায় আসামি বেকসুর খালাস পেয়েছেন। অন্য ৮টি মামলায় আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং জরিমানা দেয়া হয়।

    সোমবার  আলাদা আলাদাভাবে মামলাগুলোর রায় ঘোষণা করেন সাইবার ট্রাইবুনালের বিচারক জিয়াউল রহমান।

    আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজশাহী বিভাগের বিভিন্ন থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাগুলো দায়ের হয়েছিলো। পরীক্ষার ভুয়া প্রশ্ন দিয়ে টাকা হাতিয়ে নেওয়া, বিকাশের টাকা প্রতারণা করে তুলে নেওয়া ও ইমো হ্যাকিংসহ নানা অপরাধে মামলাগুলো হয়।

    মোট ৯ মামলার মধ্যে ৮টি মামলাতেই আসামিদের সাজা হয়েছে এবং এসব মামলায় মোট ৯ জনকে কারাদণ্ড এবং এর পাশাপাশি অর্থদণ্ড দেয়া হয়। সর্বোচ্চ কারাদণ্ড রয়েছে ৭ বছর।

    ইসমত আরা জানান, সরকার ২০২১ সালের এপ্রিল মাসে দেশের আটটি বিভাগে একটি করে সাইবার ট্রাইব্যুনাল গঠন করে । গেল বছরের এপ্রিল থেকে রাজশাহীতে সাইবার ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এবারই প্রথম হলো একদিনে এত বেশি মামলার রায় ।

    মাহফুজা ৩১-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর