১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    জয়পুরহাটে গৃহবধূ হাছিনা হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

    জয়পুরহাটে গৃহবধূ হাছিনা হত্যা মামলায় দুই ভাইকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন । এছাড়া তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

    রোববার  দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ নূর ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেন।

    সাজাপ্রাপ্তরা হলেন- জয়পুরহাটে ক্ষেতলাল সুতরাইল গ্রামের মৃত আ. ছালামের ছেলে দুলাল হোসেন ও আওলাদ হোসেন।

    আসামিদের সুতরাইল গ্রামের কোরবান আলী সরদারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল । ২০০৮ সালের ২ অক্টোবর দুপুরে কোরবান আলীর বড় ছেলে কোব্বাত ও ছোট ছেলে মুমিনের স্ত্রী হাছিনাকে মারধর করেন আসামিরা। ওই রাতে হাছিনা খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলে আসামিরা হাছিনার ঘরে ডুকে তাকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ৩ অক্টোবর হাছিনার শ্বশুর ক্ষেতলাল থানায় মামলা করেন।

    মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হান্নান ২০০৯ সালের ২৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন । দীর্ঘ শুনানি শেষে রোববার দুই আসামির বিরুদ্ধে রায় দেন বিচারক।

    মাহফুজা  ৩০-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর