২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    যারা সন্ত্রাসী, খুনি, জনগণের অর্থ লুটপাটকারী, বোমা হামলাকারী , জনগণ তাদের বিশ্বাস করে না এবং ভোটও দেবে না-প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগের ওপর মানুষের আস্থা আছে বলেই তিন বার ভোট দিয়ে নির্বাচিত করেছে বলে জানালেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা । তিনি আরো বলেন  ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই, বিএনপি আজ আন্দোলন করতে পারছে৷ কিন্তু, বিএনপির যারা খুনের সঙ্গে জড়িত, অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, জঙ্গিবাদের সঙ্গে জড়িত; তাদের ধরতে হবে৷ তাদের কোনো ছাড় দেয়া হবেনা।

    শুক্রবার  আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, জনগণ এবারও ভোট দেবে৷ কিন্তু, যারা সন্ত্রাসী, খুনি, জনগণের অর্থ লুটপাটকারী, বোমা-গেনেড হামলাকারী ও অর্থপাচারকারী, জনগণ তাদের বিশ্বাস করে না এবং  ভোটও দেবে না৷’

    তিনি বলেন, ‘বর্তমান বৈশ্বিক সংকটে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায় ব্যয় কমিয়ে আয়োজন হবে সাদামাটা।আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের জাতীয় সম্মেলন প্রস্ততি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ।

    মাহফুজা ২৮-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর