১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    কুমিল্লার মেঘনায় গৃহবধূ হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

    কুমিল্লার মেঘনায় এক গৃহবধূকে হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার  এ আদেশ দেন কুমিল্লা জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন । এ মামলায় অপর এক আসামিকে খালাস দেয়া হয়। এ ঘটনায় মোট ১১ জন সাক্ষ্য দেন।

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মেঘনা উপজেলার শিকিরগাঁও এলাকার সুমন ও রাকিব এবং মানিকারচর এলাকার তাছির। এর মধ্যে তাছির পলাতক আছেন।

    কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর  জহিরুল ইসলাম  জানান, ২০১৬ সালে ২০ জুন সন্ধ্যায় মানিকারচর এলাকার গৃহিনী জামিলা বেগম নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর ২৪ জুন জামিলার মরদেহ উদ্ধার করা হয়। তাকে হত্যা করা হয় কানের দুল ও টাকা ছিনতাইয়ের জন্য । ২৫ জুন জামিলার স্বামী আবদুল হাকিম বাদী হয়ে মেঘনা থানায় একটি মামলা করেন। পরে তদন্তে চার জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে পুলিশ ।

    রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রাকিব ও সুমন এজলাসে উপস্থিত ছিলেন।

    মাহফুজা ১১-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর