৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ইন্দোনেশিয়ায় পদদলিত হয়ে মৃত্যু ১২৯ জনের

    ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে পদদলিত হয়ে মারা গেছেন কমপক্ষে ১২৯ জন । ’গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন ১৮০ জন।

    রোববার (২ অক্টোবর) বিবিসি’র এক খবরে এ তথ‌্য জানানো হয়েছে।

    ইন্দোনেশিয়ার পূর্ব জাভাতে আরেমা এফসি নামে একটি ফুটবল ক্লাব প্রতিদ্বন্দ্বী পার্সেবায়া সুরাবায়ার কাছে হেরে যাওয়ার পর এ সংঘর্ষ হয়।

    এ ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ‌্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, চূড়ান্ত বাশি বাজানোর পর দর্শকরা মাঠের দিকে দৌড়ে যান। এরপর মাঠেই দুই পক্ষের সমর্থকদের মধ‌্যে সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ‌্যাস নিক্ষেপ করে।  যার ফলে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে শ্বাসরোধে এতো মানুষ মারা যান।

    পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিন্তা বলেন, নিহতদের মধ‌্যে দুই জন পুলিশ সদস‌্য রয়েছেন।

    তিনি জানান, বের হওয়ার একটি মাত্র পথ ছিলো। সংঘর্ষের পর সব লোকজন তাড়াহুড়া করে বের হতে যান। এতে পদদলিত হয়ে ও অক্সিজেনের অভাবে শ্বাসরোধে ঘটনাস্থলেই ৩৪ জন মারা যান। বাকিরা হাসপাতালে নেওয়ার পর মারা যান।

    ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই) বলেছে, এ ঘটনা ইন্দোনেশিয়ার ফুটবলকে কলঙ্কিত করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এছাড়া, খেলা এক সপ্তাহের জন‌্য স্থগিত করা হয়েছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর