১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবিতে নিহত ২৪ জন

    পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবিতে মারা গেছেন ২৪ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

    রোববার  দুপুরে করতোয়া নদীর মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে ঘটে এই দুর্ঘটনা।

    মৃতদের  মধ্যে আটজন শিশু, চারজন পুরুষ ও ১২ জন নারী রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যান আরো আটজন।  বাকি ১৬ জনের মরদেহ নদীর পাড়ে রাখা হয়েছে।

    পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

    স্থানীয়রা জানান, দুপুরে মহালয়া উপলক্ষে বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা।  নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল।  মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে উল্টে যায় নৌকাটির একপাশ।  দুর্ঘটনার পর কেউ কেউ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।

    বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা  সোলেমান আলী জানান,  নৌকায় ৭০-৮০ জনের মতো যাত্রী ছিলেন। শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটি বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল। তিনি আরও বলেন, মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেয়া হবে।

    মাহফুজা ২৫-৯

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর