১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    নাইজেরিয়ায় জামফারা রাজ্যের একটি মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ১৫ জন

    নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যের একটি মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১৫ জন মারা গেছেন। বুক্কুয়ুমের রুয়ান জেমা শহরের জুমুআত কেন্দ্রীয় মসজিদে  শুক্রবার জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে। শনিবার স্থানীয়দের বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।

    আমিমু মুস্তাফা নামে এক স্থানীয় ব্যক্তি জানান, ‘সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা মোটরবাইকে এসে বন্দুক নিয়ে মসজিদের ঢুকে বিক্ষিপ্তভাবে গুলি করতে শুরু করে’।দুপুর ২টার দিকে হামলার ঘটনা ঘটে এবং  অনেকে আহত হন এ হামলায়।

    জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজী হননি। । রয়টার্স যোগাযোগ করতে চাইলেও  কোনো মন্তব্য করেনি রাজ্য পুলিশ।

    তবে এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। নাইজেরিয়াও ইসলামী জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ও আইএসের নিয়মিত টার্গেটে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

    গেল সপ্তাহে জামফারা ও অন্যান্য দুটি রাজ্যের বাসিন্দাদের বনাঞ্চল ছেড়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছিল সরকারি বাহিনী।

    মাহফুজা ২৫-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর