৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    কক্সবাজারের পালংখালীর আঞ্জুমানপাড়া সীমান্ত গোলাগুলির শব্দ ;এলাকাবাসীর মাঝে আতঙ্ক

    কক্সবাজারের উখিয়ার পালংখালীর আঞ্জুমানপাড়া সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ শোনা যাছে। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে এলাকায় ।

    মঙ্গলবার সকাল থেকে মর্টার শেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দ শোনা যায়। বিষয়টি নিশ্চিত করেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।

    ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন বলেন, ‘আঞ্জুমান সীমান্ত এলাকার ৩ থেকে ৪ কিলোমিটার পূর্বে মিয়ানমার থেকে আসা গুলির আওয়াজ শুনতে পায় স্থানীয়রা এবং দুপুর পর্যন্ত থেমে থেমে গোলাবর্ষণ হয়। এ বিষয়ে আমি আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে। সীমান্তে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।

    বেশ কয়েকদিন ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের সীমান্তের ওপারে মিয়ানমারে গোলাগুলির শব্দ শোনা যায়। এর জেরে  একাধিক মর্টার শেল বাংলাদেশে এসে পড়ে এবং  এ নিয়ে বাংলাদেশ কড়া প্রতিবাদ পাঠায় মিয়ানমারে। কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গেল এবার।

    মাহফুজা ২০-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর