৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি

    বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে।  শঙ্কা রয়েছে লঘুচাপ এটি ঘণীভূত হওয়ার । গভীর সঞ্চারণশীল মেঘমালার জন্য  সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।

    সোমবার সন্ধ্যা ৭টায়বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া। তিনি বলেন, ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূলীয় এলাকায় । সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়।

    কক্সবাজার সমুদ্রসৈকতে দায়িত্বরত বিচকর্মী মাহাবুব আলম বলেন, ‘সতর্ক সংকেত শোনার পরপরই আমরা সচেতন করছি পর্যটকদের পানির গভীরে না যেতে । সৈকতের প্রতিটি পয়েন্টে মাইকিং করা হচ্ছে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সজাগ আছি।

    মাহফুজা ১৯-৯

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর