১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ১২১ বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক, সমাজসেবক সম্মাননা প্রদান-২০২২

    বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা উদ্যোগে বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে সরকারি কদম রসুল কলেজ হল রুমে ১২১ বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক, সমাজসেবক সম্মাননা প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

    শুক্রবার (১৬ সেপ্টম্বর, ২০২২)  বন্দর বিএম স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রোকসানা সামিয়ার সঞ্চালনায় বিকাল ৩ টায় অনুষ্ঠিত শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কম্প্লেক্স এর পরিচালক করুনানন্দ থের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বন্দর থানা তদন্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। বিটিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠক মোঃ আতাউর রহমান। বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন। এশিয়ান টিভি মুন্সীগঞ্জ প্রতিনিধি মোখলেছা আক্তার শান্তা।

    নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও নারায়ণগঞ্জ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ নুরজাহান বেগম। বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম।

    বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর আলম প্রধান। নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়া।

    কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ নুরজাহান বেগম। বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কবির সোহেল। এম এইচ মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম। বন্দর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ কবির হোসেন।

    অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা কমিটির সভাপতি হামিদা বেগম। গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন নীরব। মুন্সিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান। টংগীবাড়ী থানা কমিটি সাংগঠনিক সম্পাদক এস এম শরিফ, মাসুদ, শাহজামাল,সাইদুর রহমান, আবু তাহের, টিটু,সন্জয় দাস, মৌসুমী চক্রবর্তী,আবু হানিফ, পীর মোহাম্মদ, বিউটি বেগম,সুমি, সনিয়া আক্তার, ছায়ানুর তালুকদার,নুরুন নাহার সহ আরো অনেকে।

    অতিথিদের মধ্যে বক্তব্যকালে বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা স্মরণকরে অনেকে আবেগপ্রবণ হয়ে পড়ে। অতিথিদের বক্তব্য শেষে  ১২১ বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক, সমাজসেবক মধ্যে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করা হয়।

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর