৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ২০২২-২৩ অর্থবছরের জন্য ৫ হাজার ৩০০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এডিবি

    ২০২২-২৩ অর্থবছরের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক –এডিবি ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে । প্রতি ডলার ১০৬ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায়  প্রায় ৫ হাজার ৩০০ কোটি টাকা।

    শূন্য দশমিক ৫ শতাংশ হবে ঋণে সুদের হার ।এছাড়া ৩ বছরের রেয়াতকালসহ ১৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে এ অর্থ।

    বৃহস্পতিবার  পরিকল্পনামন্ত্রী এম এ মান্ননের সঙ্গে বৈঠক শেষে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংও এসব বিষয় জানান। শেরেবাংলা নগরে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    দুই অর্থবছরে বাংলাদেশকে প্রায় ১০০ কোটি ডলার বাজেট সহায়তা দিয়েছে এডিবি।  প্রতি বছর ৫০ কোটি ডলার করে বাজেট সহায়তা পায়  বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় এ বাজেটের জন্য সমপরিমাণ বাজেট সহায়তার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানালেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

    বৈঠক শেষে এডিমন গিন্টিং বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও জলবায়ু পরিবর্তনের পরিস্থিতি মোকাবিলার জন্য এ ঋণ দেয়া হচ্ছে। হাওর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো উন্নয়নে জরুরি একটি প্রকল্প নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

    এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে খরচ কমিয়েছি এবং প্রকল্পগুলো তিন ক্যাটাগরিতে ভাগ করার কৌশলের প্রশংসা করেছে এডিবি। শর্ত।

    জলবায়ু মোকাবিলাসহ সিলেটে ভয়াবহ বন্যায় বিরাট ক্ষতি হয়েছে এবং এসব এলাকার পুনর্বাসনেও পাশে থাকবে এডিবি।

    মাহফুজা ১৫-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর