৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন

    বিএনপির ভাইস-চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ১৪ সেপ্টেম্বর রাত ৯টা ৩০ মিনিটে গুলশানে নিজ বাসায় ৮৩ বছর বয়সে মারা যান তিনি।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেন। দলের পক্ষ থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

    শাহ মোয়াজ্জেম হোসেন ১৯৩৯ সালের ১০ জানুয়ারি মুন্সীগঞ্জ এর  দোগাছি গ্রামে  মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা  একজন স্কুলশিক্ষক ছিলেন।

    ১৯৭০ ও ১৯৭৩ সালের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। প্রথমবারের মতো চিফ হুইপ নির্বাচিত হন স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পার্লামেন্টে এবং ১৯৭৩ সালের দ্বিতীয়বারের মতো চিফ হুইপ নির্বাচিত হন ।

    আশির দশকে শাহ মোয়াজেম হোসেন জাতীয় পার্টির মহাসচিব, এরশাদ সরকারের মন্ত্রী, সংসদ উপনেতা ও উপ-প্রধানমন্ত্রী হন। ১৯৯২ সালে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হলে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দেন। বিএনপির ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন তিনি।

    মাহফুজা ১৪-৯

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর