১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    আগামীকাল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

    আগামীকাল বৃহস্পতিবার  থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা।

    গেল  ১৯ জুন থেকে এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও বন্যার জন্য পরীক্ষা স্থগিত করা হয়। এবার সংশোধিত ও পুনর্বিন্যাসিত সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা । পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে শুরু হবে ১১টা থেকে ।

    এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নেবে।

    রাজধানীতে গেল  কয়েক দিনের বৃষ্টি ও খোড়াখুড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। দুই দিন ধরে রাজধানীর বিভিন্ন রাস্তায়  যানজট হচ্ছে।

    পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট সময়ে পৌঁছানোর জন্য এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা দেওয়ার জন্য ঢাকা মহানগর পুলিশের -ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।বুধবার দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এ অনুরোধ জানান।

    মাহফুজা ১৪-৯

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর